কমলাপুর রেল স্টেশনের পরিবেশ দেখে অসন্তোষ মন্ত্রীর
কমলাপুর রেল স্টেশনের সার্বিক পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি রেল স্টেশনের কর্মকর্তাদের এক মাসের আলটিমেটাম দিয়ে বলেছেন, ‘এর মধ্যে পরিবেশ উন্নতি না হলে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন নুরুল ইসলাম সুজন।
এ সময় রেল স্টেশনের কর্মকর্তাদের উদ্দেশে রেলমন্ত্রী বলেন, ‘আজ ৫ মার্চ, আগামী ৫ এপ্রিল আমি আবার এই রেল স্টেশন ভিজিটে আসব। এর মধ্যে যদি আপনারা এই জিনিসগুলো ইমপ্রুভ করতে না পারেন, তাহলে যারা যারা দায়িত্বে আছেন, তাঁদের বিরুদ্ধে অন্ততপক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই স্টেশনটিকে চালানোর জন্য আপনাদের যে ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন, সেটি আপনারা দেখাতে পারছেন না।’
এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা, যাত্রী হয়রানি, নিরাপত্তা ব্যবস্থা, টিকেটিং ও সার্বিক ম্যানেজমেন্টের বিষয়ে অসন্তুষ্ট বলেও জানান রেলমন্ত্রী। তিনি বলেন, ‘সক্ষমতা থাকা সত্ত্বেও যাত্রী সেবায় তথ্য প্রযুক্তির পূর্ণাঙ্গ ব্যবহার শুরু হয়নি। টিকেট কালোবাজারি রোধে আগামীতে জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনের টিকেট ক্রয় করা যাবে না। পর্যায়ক্রমে এই ব্যবস্থা দেশের সব স্টেশনে চালু করা হবে।’ এ ছাড়া অনলাইনে যেন বেশিরভাগ টিকেটের ব্যবস্থা করা যায়, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রেলমন্ত্রী।