স্কয়ার ড্রাইভ
যোগ্য দল হিসেবে অস্ট্রেলিয়ার জয়
এবারের বিশ্বকাপে এই একটি ম্যাচেই হার মানল ভারত। সেমিফাইনাল বাদ দিলে পুরো বিশ্বকাপে অসাধারণ খেলেছে তারা। গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনালে যে ভারতকে দেখেছিলাম, শেষ চারে সেই দলকে দেখতে পেলাম না। একতরফা জয় পেয়েছে অস্ট্রেলিয়া। দুই আয়োজক দেশের ফাইনালে উত্তরণ বিশ্বকাপের উত্তেজনা আরো বাড়িয়ে দিল।
যোগ্য দল হিসেবেই জিতেছে অস্ট্রেলিয়া। পুরো ম্যাচে কখনোই অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পারেনি ভারত। টস হারও ভারতের সর্বনাশ করেছে। সিডনিতে আগে ব্যাট করা দল সাধারণত বেশি সুবিধা পায়।
ভারতের বোলিং ভালো হয়নি। তাই অস্ট্রেলিয়া বড় সংগ্রহ গড়ে জয়ের পথে এগিয়ে গেছে। এটাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
স্টিভেন স্মিথ অসাধারণ খেলেছে। অস্ট্রেলিয়া ক্রিকেটের পরবর্তী নেতৃত্ব যে তার কাঁধেই থাকবে, আজকের ইনিংস যেন আরেকবার সে কথা ঘোষণা করল।
ভারতের শুরুটা দেখে মনে হয়েছিল ভালো লড়াই হবে। ৭৬ রানের উদ্বোধনী জুটি সেই ইঙ্গিতই রাখছিল। কিন্তু অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। শুরুতে অস্ট্রেলিয়া দুটো ক্যাচ মিস না করলে তাদের পরাজয়ের ব্যবধান আরো বড় হতে পারত।
ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল তাদের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির ব্যর্থতা। কোহলি ভালো খেলতে পারলে ম্যাচের চেহারাই পাল্টে যেত হয়তো।
অধিনায়ক ধোনি শেষ দিকে কিছুটা চেষ্টা করেছে। কিন্তু অন্য পাশ থেকে ‘সাপোর্ট’ না পাওয়ায় দলকে লক্ষ্যের কাছাকাছিও নিয়ে যেতে পারেনি।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।