পদত্যাগের পর মনোনয়নপত্র নিলেন মনজুর
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবার অংশ নিতে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মেয়র এম মনজুর আলম। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি করপোরেশনে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন এবং প্যানেল মেয়র মোহাম্মদ হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়নপত্র নিয়ে যাওয়ার সময় মনজুর আলম সাংবাদিকদের বলেন, ‘আজকে আমরা এই চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থনে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আগামী ২৯ মার্চ মনোনয়নপত্র জমা দেব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
মনোনয়নপত্র সংগ্রহ করার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করেন এম মনজুর আলম। বৈঠকে আগামী নির্বাচনে ২০-দলীয় জোটের সমর্থন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি।
এম মনজুর আলম ২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র পদে নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর পাঁচ বছরের মাথায় মেয়াদ শেষের প্রায় তিন মাস আগে পদত্যাগপত্র জমা দেন এম মনজুর আলম।