সিদ্ধান্ত না মানলে পরিণতি ভালো হবে না : প্রধানমন্ত্রী
দলীয় সিদ্ধান্ত অমান্য করলে পরিণতি ভালো হবে না বলে নেতা-কর্মীদের জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক মতবিনিময় সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ‘দলের বৃহত্তর স্বার্থে আপনাদের যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে হবে।’ বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন বজায় রাখতে দলের নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা জানান, মানুষের ভাগ্যের পরিবর্তন এবং উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। দেশের মানুষ আজ সন্ত্রাসবাদ ও নৈরাজ্যের বিপরীতে শান্তি চায়। 'স্বাধীনতাবিরোধী অপশক্তি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই,' যোগ করেন তিনি।
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।
এদিন আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনের মেয়র পদপ্রার্থী আনিসুল হক ও দক্ষিণের সাঈদ খোকনকে পরিচয় করিয়ে দেন।
গত ১৮ মার্চ ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ঘোষিত তফসিল অনুযায়ী, আসছে ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশনে ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ ও ২ এপ্রিল। প্রার্থীরা ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এর পর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।