সেরা বোলারের লড়াইয়ে একাসনে বোল্ট-স্টার্ক
ফাইনালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যেমন নেমেছিল শিরোপা-লড়াইয়ে, তেমনি বিশ্বকাপের সেরা বোলার হওয়ার লড়াইও চলছিল মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্টের মধ্যে। নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জিতেছে ঠিকই, তবে দুই দলের দুই বাঁহাতি পেসারের ব্যক্তিগত লড়াইয়ে কেউ জয় পায়নি। ২২টি করে উইকেট নিয়ে স্টার্ক-বোল্ট যৌথভাবে ২০১৫ বিশ্বকাপের সেরা বোলার। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ায় একদিক দিয়ে বোল্টকে পেছনে ফেলেছেন স্টার্ক।
ফাইনালের আগে স্টার্কের চেয়ে একটু এগিয়ে ছিলেন বোল্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নামার আগে স্টার্কের উইকেট ছিল ২০টি, আর বোল্টের ২১টি। ফাইনালে স্টার্ক নেন দুই উইকেট। ম্যাচের প্রথম ওভারেই কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে বোল্ড করার পর লুক রনকিকে ফিরিয়ে দেন তিনি। অ্যারন ফিঞ্চের ফিরতি ক্যাচ নেওয়া বোল্টের সাফল্য এই একটিই।
দুজনের উইকেটসংখ্যা সমান হলেও বোল্টের চেয়ে একটি ম্যাচ কম খেলেছেন স্টার্ক। বোল্ট খেলেছেন নয়টি ম্যাচ। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় স্টার্ক আটটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।
স্টার্ক ২২ উইকেট নিয়েছেন ১০.১৮ গড়ে। ইকোনমি রেট অর্থাৎ ওভারপ্রতি দিয়েছেন ৩.৫০ রান। অন্যদিকে বোল্টের গড় ১৬.৮৬, আর ইকোনমি রেট ৪.৩৬।
এবারের বিশ্বকাপে স্টার্ক-বোল্ট ছাড়া আর কেউ ২০ উইকেট নিতে পারেননি। আট ম্যাচে ১৮ উইকেট নিয়ে সেরা বোলারদের তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের পেসার উমেশ যাদব। আরেক ভারতীয় পেসার মোহাম্মদ সামি সাত ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন। ১৭ উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মর্নে মরকেল এবং ওয়েস্ট ইন্ডিজের জেরম টেলরও।