ঘোড়ায় চড়িয়া আসিয়া প্রার্থী জরিমানা গুনিল
ঘোড়ার গাড়িতে চেপে মনোনয়নপত্র জমা দিতে এসে জরিমানা গুনতে হলো ঢাকা উত্তরের এক মেয়র পদপ্রার্থীকে। তাঁর নাম নাইম হাসান। আজ রোববার বিকেল ৩টার দিকে বাদ্য বাজিয়ে ঘোড়ার গাড়িতে ব্যানার লাগিয়ে আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান তিনি। বিষয়টি চোখে পড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘নাইম হাসান মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোড়ার গাড়িতে ব্যানার লাগিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তাই তাঁকে এ জরিমানা করা হয়।’ তিনি আরো বলেন, ‘প্রার্থী যে কেউই হোক না কেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁকে শাস্তি পেতেই হবে।’
নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল আজ। বিকেল ৫টায় শেষ হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। মনোনয়নপত্র বাছাই ১ ও ২ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ২৮ এপ্রিল।
উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন। এদের মধ্যে রয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিকল্প ধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী, ববি হাজ্জাজ, সারাহ বেগম কবরী, বিএনপির বহিষ্কৃত নেতা চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী।