পরীক্ষার্থীদের ক্ষতির দায় বিএনপি-জামায়াতের : শিক্ষামন্ত্রী
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানে দেশের আপামর জনগণের সহযোগিতা কামনা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষার্থীদের স্বার্থে বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিতে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশের কোনো স্থানে পরীক্ষার্থীদের ক্ষতি হলে তার দায় সম্পূর্ণ তাদের ওপর বর্তাবে।
শিক্ষামন্ত্রী আজ বুধবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও বিক্ষোভের মধ্যেই এ পরীক্ষা শুরু হয়েছে এবং রুটিনমাফিক পরীক্ষা নেওয়া হবে, এর কোনো ব্যত্যয় হবে না। এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী, অভিভাবক, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ সমগ্র দেশবাসীর পক্ষ থেকে পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধ না দেওয়া বা দিলেও পরীক্ষাকে এসব কর্মসূচির আওতামুক্ত রাখার অনুরোধ করলেও তারা সাড়া দেয়নি।
শিক্ষামন্ত্রী বলেন, হরতাল-অবরোধ দিয়ে তারা ১৫ লাখ এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর ক্ষতি করেছে। তাদের আত্মবিশ্বাসে আঘাত করেছে। তারা নতুন প্রজন্মের লেখাপড়া বন্ধ করে অন্ধকারে ঠেলে দিতে চায়। তবে জনগণের সর্বাত্মক সহযোগিতায় সরকার শিক্ষার উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, এ এস মাহমুদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুবকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবার সারা দেশে পৌনে ১১ লাখ পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে।