চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন বাছাই চলছে
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দ্বিতীয় দিনের মতো যাচাই-বাছাই চলছে। নগরীর মুসলিম ইনস্টিটিউটে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের সভাপতিত্বে সহকারী রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই কাজে অংশ নিচ্ছেন। এতে সংশ্লিষ্ট কাউন্সিলর ও প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। ২৩টি সাধারণ ওয়ার্ডের ১৬৪ জন ও সংরক্ষিত আটটি ওয়ার্ডের ৪৪ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই চলছে। ঋণখেলাপির কারণে ৫ নম্বর মোহরা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজম ও গোলাম মোস্তফার মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। একই সময়ে সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী আরজুন নাহারের মনোনয়ন বাতিল করা হয়।
এর আগে গতকাল বুধবার সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ডের মধ্যে ১৩ মেয়র প্রার্থীসহ ছয়টি ওয়ার্ডের সংরক্ষিত ও ১৮টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। আজ বৃহস্পতিবার অবশিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে।
এবারের নির্বাচনে মেয়র পদে ১৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বিকেল ৫টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। এর পর ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে। ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হবে।
এর আগে বুধবার মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছির উদ্দিন, বিএনপি সমর্থিত এম মনজুর আলমসহ ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আয়কর প্রত্যয়ন জমা দিতে ব্যর্থ হওয়ায় সৈয়দ সাজ্জাদ জোহা নামের এক মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।