আপিল করেছেন মিন্টু, পিন্টু
ঢাকার উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আব্দুল আউয়াল মিন্টু এবং দক্ষিণে নাসির উদ্দিন আহমেদ পিন্টু মনোনয়নপত্র বহালের জন্য আপিল করেছেন।
আজ বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিভাগীয় কমিশনারের কাছে মিন্টু ও পিন্টুর আইনজীবীরা এই আপিল করেন। বিভাগীয় কমিশনার আগামী ৪ এপ্রিল এই আপিল শুনানির দিন ধার্য করেন।
গতকাল বুধবার বাছাইয়ের প্রথম দিনে উভয়ের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ শেষ হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত চলে এই যাচাই-বাছাই। ঢাকা উত্তরের ৩৬টি এবং দক্ষিণের ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৪২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
শেষ পর্যন্ত কতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে সেই তথ্য এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। আর যাঁদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে আগামী তিনদিনের মধ্যে তাঁরা ঢাকার বিভাগীয় কমিশনার বরাবর আপিল করার সুযোগ পাবেন। যাচাই-বাছাইয়ে হলফনামার তথ্য, মামলা ও ঋণ সংক্রান্ত বিষয়গুলো নিরীক্ষা করা হয়েছে।