চট্টগ্রামে মেয়র পদে ১২ জনের মনোনয়নপত্র বৈধ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৫৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।
নগরীর মুসলিম ইনস্টিটিউটে আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ বাছাইয়ের কাজ চলে।
এবারের নির্বাচনে মেয়র পদে ১৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
মেয়র পদে একজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপি ও অসম্পূর্ণ তথ্যসহ নানা কারণে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানান রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।
গতকাল বুধবার থেকে আবদুল বাতেনের নেতৃত্বে সহকারী রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই কাজে অংশ নেন। এ সময় সম্ভাব্য মেয়র, কাউন্সিলর প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আগামী ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।