গরু বাঁচাতে গিয়ে উল্টে গেল বাস, নিহত ২
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কালাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুলাউড়া উপজেলার মিশন এলাকার হারুন মিয়ার ছেলে আমির হোসেন এবং সদর উপজেলার থানাবাজার এলাকার আবুল হাসেমের স্ত্রী পারভিন বেগম।
বাসযাত্রী মৌলভীবাজারের থানাবাজার এলাকার জসিম আহমদ এনটিভি অনলাইনকে জানান, বাসটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাচ্ছিল। পথে একটি গরুকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ ব্রেক কষলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল এনটিভি অনলাইনকে জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।