তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা দিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, আর্গন ডেনিমস ও স্ট্যান্ডার্ড ব্যাংক। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স : ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০ কোটি ৯৬ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৯৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৪ টাকা ১২ পয়সা।
আগামী ১২ মে বেলা ১১টায় রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ১৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
আর্গন ডেনিমস : ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৮ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা, ইপিএস ৩ টাকা ৪৭ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২৭ টাকা।
কোম্পানিটির এজিএম ৩০ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর বারিধারায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-১-এ অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ১৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
স্ট্যান্ডার্ড ব্যাংক : ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সমাপ্ত হিসাব বছরে এর মুনাফা হয়েছে ১২১ কোটি ৩৪ লাখ, ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ১৭ টাকা ৩৪ পয়সা।
আগামী ১৪ মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইস্কাটন রোডে পুলিশ কনভেনশন হলে এর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৬ এপ্রিল।