চট্টগ্রামে নাছিরকে সতর্ক করল নির্বাচন কমিশন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিশেষ সতর্কতা নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
আজ রোববার সকালে রিটার্নিং অফিসার মোহাম্মদ আবদুল বাতেন এই সতর্কতা নোটিশ জারি করেন। এতে উল্লেখ করা হয়, গত ২৯ মার্চে হালিশহর মাতৃভূমি কমিউনিটি সেন্টারে সন্দ্বীপবাসীর সঙ্গে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী হিসেবে তিনি ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি চট্টগ্রামকে আধুনিক নগরী করতে সন্দ্বীপবাসীর সহযোগিতাও কামনা করেন, যা সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪ অনুসারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।
রিটার্নিং অফিসার আবদুল বাতেন এনটিভি অনলাইনকে বলেন, ভোটগ্রহণের ২১ দিন আগে নির্বাচনী প্রচারণা শুরু করা যাবে না মর্মে সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন এই আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি বলেন, হালিশহরে ওই মতবিনিময় সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আ জ ম নাছির উদ্দিনকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। গত ১৮ মার্চ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশনে ভোট গ্রহণ করা হবে।