ভূরিভোজ দিয়ে জরিমানা গুনলেন প্রার্থী
এলাকার লোকজনকে মতবিনিময় সভায় ডেকে ভূরিভোজের আয়োজন করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের এক কাউন্সিলর পদপ্রার্থীকে জরিমানা করা হয়েছে। রোববার রাতে পাঁচলাইশের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শফিকুল ইসলামকে নির্বাচনী দণ্ডবিধি ৯ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জানিয়েছেন, প্রার্থী নিজ বাড়িতে চার হাজার লোকের খাবারের ব্যবস্থা করেছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান সাংবাদিকদের জানান, নির্বাচনের ২১ দিন আগে শফিকুল ইসলাম ভোটের প্রচারাভিযান চালিয়ে নির্বাচনী আইন ভঙ্গ করেছেন। এ ধরনের আয়োজন কোনো প্রার্থী করতে পারেন না।
কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘এটা আমার নামে হয়েছে, সেটা আমি জানতাম না। ভ্রাম্যমাণ আদালত আসার পর ঘটনাস্থলে এসে দেখি, আমার নামে এ আয়োজন করা হয়েছে। নির্বাচনী আইন লঙ্ঘন হয়েছে, এটা আমি স্বীকার করি। আমি ক্ষমাপ্রার্থী।’
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল থেকেই কাউন্সিলর পদপ্রার্থী শফিকুল ইসলামের বাড়িতে খাবারের আয়োজন শুরু হয়। মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দাওয়াত দেওয়া হয়। সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন আমন্ত্রিতরা।