মা হতে চাই, কিন্তু সময় নেই : সানি লিওন
অনেকের মতে, নারীর পূর্ণতা মাতৃত্বে। সব নারীই একসময় মা হতে চান। বলিউডের আলোচিত অভিনেত্রী ও সাবেক পর্নো তারকা সানি লিওনও এর ব্যতিক্রম নন। কিন্তু এ জন্য শরীরকে দেওয়ার মতো দীর্ঘ সময় তাঁর নেই।
সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি লিওন বলেন, ‘পরিবার নিয়ে আমার কোনো ভাবনা নেই বললে মিথ্যা বলা হবে। কিন্তু শারীরিকভাবে আমার ক্ষেত্রে, এটি গর্ভ ধারণ করার সময় নয়।’
৩৩ বছর বয়সী ‘জিসম-২’ তারকা সানি বলেন, ‘আমি সন্তান নিতে চাই, কিন্তু বর্তমানে আমি শরীরকে এক বছর সময় ছেড়ে দিতে রাজি নই।’
২০০৯ সালে ব্যান্ড তারকা ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি লিওন। বর্তমানে সানির ম্যানেজারও তিনি। দুজনই স্থায়ীভাবে ভারতে চলে এসেছেন।
আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে সানি লিওন বলেন, তাঁর স্বামী ড্যানিয়েলও বলিউড চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী। সানির মতো তিনিও হিন্দি শিখছেন। স্বামীর হিন্দি শেখায় কোনো উপদেশ না দিলেও উৎসাহ দেন সানি।
শিগগিরই সানি লিওনকে দেখা যাবে ‘এক পেহেলি লিলা’ ও ‘কুচ কুচ লোচা হ্যায়’ চলচ্চিত্রে।