রায় কার্যকরের অপেক্ষায় গণজাগরণ মঞ্চ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের অপেক্ষায় আছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
কামারুজ্জামানের রায় কার্যকরের দাবিতে রবিবার বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। পরে রায় কার্যকর না করা পর্যন্ত চলবে এ অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচিতে ইমরান এইচ সরকার এনটিভি অনলাইনকে বলেন, ‘যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনা (রিভিউ) খারিজ করে দিয়েছে আদালত এবং তাঁর পরিবারের সদস্যরা তাঁর সাথে দেখা করছেন। আশা করি, আজ রাতেই তাঁর ফাঁসির রায় কার্যকর হবে। তবে
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের অপেক্ষায় আছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
কামারুজ্জামানের রায় কার্যকরের দাবিতে রোববার বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। রায় কার্যকর না করা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচিতে ইমরান এইচ সরকার এনটিভি অনলাইনকে বলেন, ‘যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনা (রিভিউ) খারিজ করে দিয়েছেন আদালত এবং পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করছেন। আশা করি, আজ রাতেই তাঁর ফাঁসির রায় কার্যকর হবে। তবে রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। রায় কার্যকর হলে আনন্দ-উল্লাস করতে করতে আমরা বাড়ি ফিরে যাব।’
সোমবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনা (রিভিউ) খারিজ করে দিলে দ্রুত রায় কার্যকর করার দাবিতে শাহবাগে মিছিল করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের নেতৃত্বে সোমবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে আবার জাদুঘরের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে গণজাগরণ মঞ্চের কর্মীরা জাদুঘরের প্রধান ফটকের সামনে রাস্তায় গোল হয়ে বসে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। এ সময় রায় অবিলম্বে কার্যকরের দাবিতে প্রতিবাদ সভা, স্লোগান ও প্রতিবাদী গান পরিবেশন করা হয়।
ক্যাপশন : সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখায় দ্রুত রায় কার্যকর করার দাবিতে শাহবাগে মিছিল করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। ছবি : ফোকাস বাংলা
রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। রায় কার্যকর হলে আনন্দ-উল্লাস করতে করতে আমরা বাড়ি ফিরে যাব।’
সোমবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনা (রিভিউ) খারিজ করে দিলে, দ্রুত রায় কার্যকর করার দাবিতে শাহবাগে মিছিল করে গণজাগরণ মঞ্চের কর্মীরা। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের নেতৃত্বে সোমবার বিকেলে শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে থেকে এ মিছিলটি বের হয়।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে আবার যাদুঘরের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে গণজাগরণ মঞ্চের কর্মীরা যাদুঘরের প্রধান ফটকের সামনে রাস্তায় গোল হয়ে বসে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। এ সময় অবিলম্বে কার্যকরের দাবিতে প্রতিবাদ সভা, স্লোগান ও প্রতিবাদী গান পরিবেশন করা হয়।