ভিকারুননিসায় পর্ষদ নির্বাচন ২৭ মের মধ্যে : হাইকোর্ট
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ২৭ মের মধ্যে করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গনির হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
শিক্ষাসচিব, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, স্কুল কমিটির প্রধান ও অধ্যক্ষসহ ছয়জনকে রায় বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৮ সালের পর থেকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের আর কোনো নির্বাচন না হওয়ায় জনস্বার্থে ২০১৪ সালের ৭ ডিসেম্বর আইনজীবী ইউনূস আলী আকন্দ একটি রিট করেন। রিটের শুনানি শেষে ৯ ডিসেম্বর পরিচালনা পর্ষদ নির্বাচনে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেন আদালত। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ নির্বাচনের সময় বেঁধে এই আদেশ দিলেন আদালত।
এ বিষয়ে ইউনূস আলী আকন্দ এনটিভি অনলাইনকে বলেন, বিধি অনুযায়ী প্রতি দুই বছর পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু সর্বশেষ ২০০৮ সালেই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিশেষভাবে কমিটি গঠন করে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছিল।
বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাশেদ খান মেনন নির্বাচনের আয়োজন করতে দেননি বলেও ইউনূস আলী আকন্দ অভিযোগ করেন।