সরকারের পক্ষপাতমূলক আচরণ : মির্জা আব্বাসের স্ত্রী
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সরকার এখনো পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। আজ বুধবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে একটি স্কুলের সামনে মির্জা আব্বাসের পক্ষে প্রচারকাজে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
আফরোজা আব্বাস বলেন, ‘আদালতে জামিনের আবেদন করা হয়েছে। জামিন পেলে মির্জা আব্বাস নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন। যারা কাজ করবে, তাদের বিরুদ্ধেও সরকার মামলা করবে। তাদেরও ধরে নিয়ে যাবে। তবে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব।’
‘ইনশাআল্লাহ, সরকার আমাদের সেই পরিবেশ সৃষ্টি করে দেবে, তিনি যেন জামিন পান। আব্বাসও মাঠে নামতে পারেন। আপনাদের সবার মাঝে আসতে পারেন। যেন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হয়। কোনো জায়গায় কোনো কারচুপি না হয়,’ যোগ করেন আব্বাসের স্ত্রী।
খিলগাঁওয়ের বিভিন্ন এলাকা ঘুরে লিফলেট বিতরণ করেন আফরোজা। পরে ছাত্রদলের নিহত নেতা জনির পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা দেন তিনি।
মির্জা আব্বাসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁর পক্ষ থেকে আইনজীবীরা হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন।
গত ১৮ মার্চ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ঘোষিত তফসিল অনুযায়ী, আসছে ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশনে ভোট গ্রহণ করা হবে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। প্রার্থীরা আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এর পর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।