সময় চেয়েছেন কামারুজ্জামান
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেওয়া রায়ের অনুলিপি তাঁকে পড়ে শোনানো হয়েছে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, কারা কর্তৃপক্ষ তা জানতে চাইলে তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করার জন্য সময় চেয়েছেন। আগামীকাল সকালে তাঁকে আইনজীবীদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আইনমন্ত্রী আনিসুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি যতটুকু জানতে পেরেছি, তাঁকে (কামারুজ্জামানকে) রায়ের কপি পড়ে শোনানো হয়েছে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, তা জানতে চাওয়া হলে তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার সময় চেয়েছেন।’ তিনি আরো বলেন, ‘আমি যতটুকু জেনেছি, আগামীকাল সকাল ১০টা পর্যন্ত তাঁকে সময় দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে আইনজীবীদের দেখা করতে অনুমতি দেওয়া হবে কিনা সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার।’
এদিকে আজ বুধবার সন্ধ্যায় আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জেল সুপার ফরমান আলীসহ কারা কর্মকর্তারা। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে তাঁরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।