ঢাকাবাসী নাগরিক মর্যাদা থেকে বঞ্চিত : সাকি
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, ‘ঢাকা নগরীর বাসিন্দাদের নাগরিক মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে।’ ঢাকা শহরের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে জনগণের প্রকৃত প্রতিনিধিদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, ‘শুধু যোগ্য মেয়র নির্বাচিত করাই নয়, নগরসরকার প্রতিষ্ঠার জন্যও তাই জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারকাজ শুরু করে বিভিন্ন এলাকার মানুষকে তিনি এ কথা বলেন। সাকির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আবুল হাসান রুবেল প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বেলা ১১টায় পান্থপথে অবস্থিত শমরিতা হাসপাতালের সামনে থেকে জোনায়েদ সাকি তাঁর তৃতীয় দিনের নির্বাচনী প্রচারকাজ শুরু করেন। পান্থপথ, ফার্মগেট, তেজগাঁও কলেজ এলাকায় বিভিন্ন মানুষের সমস্যার কথা শোনেন জোনায়েদ সাকি ও তাঁর কর্মীরা।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল, অ্যাডভোকেট আবদুস সালাম, শ্রমিক নেতা তাসলিমা আখ্তার, দীপক রায়সহ প্রচার-কর্মীরা। গ্রিন রোড, বসুন্ধরা সিটি, গ্রিন সুপার মার্কেট, ফার্মগেট হয়ে তেজগাঁও কলেজ পর্যন্ত এলাকায় তিনি ও তাঁর কর্মীবাহিনী সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাঁদের বাস্তব সমস্যা এবং দাবিদাওয়া বিষয়ে আলোচনা করেন এবং কীভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব সে বিষয়ে কথা বলেন। মানুষ প্রচার-কর্মীদের কাছ থেকে জোনায়েদ সাকির প্রচারপত্র সংগ্রহ করেন এবং নির্বাচনে তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
জোনায়েদ সাকি গ্রিন রোডে প্রবল ধুলো, আবর্জনার স্তূপ নিয়ে এলাকাবাসীর অভিযোগ শোনেন। এ অঞ্চলে পানির সংকটও প্রকট। ফার্মগেটে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীরা তাঁকে পরিবহন সমস্যার কথা জানান। নারী বাসযাত্রীরা ব্যস্ত সময়ে তাঁদের হয়রানির কথা জানান। জোনায়েদ সাকি বলেন, ‘সভ্য আর সকল সমাজের মতোই নগর কর্তৃপক্ষের হাতেই নগরের সবগুলো সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান থাকে। শুধু যোগ্য মেয়র নির্বাচিত করাই নয়, নগরসরকার প্রতিষ্ঠার জন্যও তাই জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।