নায়িকা শিলার নতুন দুই ছবি
একসঙ্গে দুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় নায়িকা শিরিন শিলা। জাকির হোসেন রাজু পরিচালিত রোমান্টিক গল্পের ‘জ্বালা’ ছবিতে শিলার বিপরীতে রয়েছেন আসিফ নূর।
গতকাল ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় রাজধানীর মগবাজারের শ্রুতি স্টুডিওতে গান রেকর্ডিংয়ের মাধ্যমে ছবির মহরত অনুষ্ঠিত হয়। এ ছাড়া ৯ এপ্রিল পরিচালক রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’ ছবিতেও নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন শিলা।
‘এক মিনিট’ ছবি নিয়ে শিরিন শিলা বলেন, ‘ছবিতে অ্যাকশন ও রোমান্স—দুটোই থাকছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ এপ্রিল থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।’
‘জ্বালা’ ছবি প্রসঙ্গে নায়িকা শিরিন শিলা বলেন, ‘আমার ভাবতেই ভালো লাগছে যে জাকির হোসেন রাজুর মতো গুণী পরিচালকের ছবিতে কাজ করতে যাচ্ছি। আসলে রাজু স্যারের মুভিটা একেবারেই অন্য রকম। অসাধারণ রোমান্টিক একটি ছবি হতে যাচ্ছে। ছবিতে রোমান্স যেমন আছে, তেমনি অ্যাকশনও। আপনারা দোয়া করবেন, আমি যেন ভালো করতে পারি।’
নতুনদের নিয়ে কাজ করার বিষয়ে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘আমি আশা করি, ইন্ডাস্ট্রির পরিচালকরা আরো যাঁরা কাজ করছেন, তাঁরা সবাই যেন সচেতনভাবে নতুনদের জায়গা করে দেন, তাহলে শিল্পী-সংকট অনেকটাই কমে আসবে। আর আমরা গল্প অনুযায়ী চরিত্রের অভিনেতা বা অভিনেত্রীও খুঁজে পাব সহজে।’
গত বছর ‘হিটম্যান’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শিলার। সে বছরই ‘ক্ষণিকের ভালোবাসা’ ছবি দিয়ে প্রধান নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।