আনিসুল হককে ব্যবসায়ীদের সমর্থন
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসহ (এফবিসিসিআই) ব্যবসায়ীদের চারটি গুরুত্বপূর্ণ সংগঠন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হককে সমর্থন দিয়েছে।
রাজধানীর মহাখালীতে আজ রোববার বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের প্রতি সমর্থন ঘোষণা করেন। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গার্মেন্টস শিল্পের সমস্যা ও ভবিষ্যৎ নিয়ে ওই মতবিনিময় সভার আয়োজন করা হলেও একপর্যায়ে আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে সিটি করপোরেশন নির্বাচন।
অনুষ্ঠানে চার সংগঠনের নেতা ও সদস্যরা হাত তুলে আনিসুল হকের প্রতি সমর্থন জানান। এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুল হক এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এফবিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিজিএমইএর সভাপতি এম আতিকুল ইসলাম, বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, আবদুস সালাম মুর্শেদী, বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান (কচি), এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহসভাপতি এম জসিম উদ্দিন, বিকেএমইএর প্রথম সহসভাপতি এ এইচ আসলাম সানিসহ চার সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
আনিসুল হককে একজন সফল ব্যবসায়ী সম্বোধন করে বিজিএমইএর সভাপতি এম আতিকুল ইসলাম বলেন, ‘বিজিএমইএতে বিভেদ থাকতে পারে কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়ের বৃহত্তর স্বার্থে বিজিএমইএ ঐক্যবদ্ধ। ব্যবসায়ীরা আনিসুল হকের নেতৃত্ব ও সামর্থ্যের সাথে পরিচিত। তিনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আমরা সবাই তাঁর সঙ্গে আছি।’
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম বলেন, ‘আমরা যদি তাঁকে নির্বাচিত করতে পারি, তবে ব্যবসায়ী সম্প্রদায়ের চাহিদা নিয়ে সরকারের সঙ্গে কথা বলার সুযোগ আমাদের হবে।’
মেয়র পদপ্রার্থী আনিসুল হক বলেন, ‘আজ আমার জন্য আনন্দের দিন। ব্যবসায়ী সম্প্রদায় আজ ঐক্যবদ্ধ।’ তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ীদের নিয়ে নিরাপদ, সবুজ এবং আন্তর্জাতিক মানের নগর গড়ার কথা জানান।
আগামী ২৮ এপ্রিলের সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হক টেবিল ঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন।