‘জনগণের ভোটের প্রতি বিএনপির আস্থা আছে’
ষড়যন্ত্রের রাজনীতি নয়, জনগণের ভোটের প্রতি বিএনপির সম্পূর্ণ আস্থা আছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, ‘বিএনপি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না, চোরাগলির পথ বেয়েও ক্ষমতারোহণের স্বপ্ন দেখে না। জনগণের ভোটের প্রতি বিএনপির আস্থা বরাবরের মতোই আছে।’ আজ রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।
বিবৃতিতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের আগে সরকারের নানা পর্যায় থেকে ক্রমাগতভাবে বিএনপি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘বিষোদগার ও রুচিবিবর্জিত বক্তব্যের’ তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘বিএনপি চেয়ারপারসন আইন-আদালতের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল। তাঁর আদালতে গমনাগমনের পথে শাসকদলীয় সন্ত্রাসের মুখে নিরাপত্তাজনিত কারণেই তিনি কয়েক দফা আদালতে উপস্থিত হতে পারেননি। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পরই তিনি আইন-আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে উপস্থিত হয়েছেন। কিন্তু আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আওয়ামী লীগ সভানেত্রী বিরোধী দলে থাকাকালে তাঁর বিরুদ্ধে রুজু মামলায় তিনি কতবার আইন-আদালতের প্রতি সম্মান দেখিয়েছেন?’
‘খালেদা জিয়ার জনগণের সামনে দাঁড়ানোর অধিকার নেই’ মর্মে সরকারপ্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের দল দৃঢ়ভাবে বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপি নেতৃবৃন্দকে জনগণের কাছে যেতে বাধা না দিয়ে একবার প্রমাণ করুন জনগণ কার পক্ষে আছে।’
বিবৃতিতে বরকত উল্লাহ বুলু বলেন, ‘আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, খুন, গুম, লুটপাটের সংস্কৃতি গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাথে মোটেই মানানসই নয়। ১৪-দলীয় জোট সরকারের আমলে সকল খুন, গুম, অপহরণসহ সকল ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক তদন্ত দাবি করে বিএনপি। এমনকি জ্বালাও-পোড়াওয়ের ঘটনার যে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ বিএনপির বিরুদ্ধে করা হয়, তারও একইভাবে তদন্তের পক্ষে বিএনপি।’