মহামূল্যবান সেই দুই কলার বিলের তদন্ত শুরু
একটি পাঁচতারা হোটেলে দুটো কলার অর্ডার দিয়ে ৪৪২ রুপির বিল হাতে পেয়ে চোখ ছানাবড়া হয়েছিল বলিউড অভিনেতা রাহুল বোসের। বিলের কাগজ ও মহামূল্যবান ওই দুই কলা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তাও দিয়েছিলেন। কর্তৃপক্ষের নজরে আসার পর এবার তদন্তের নির্দেশ এলো।
চণ্ডীগড়ের ডেপুটি কমিশনারের নির্দেশ, ওই হোটেল রাহুল বোসকে যে ফল দিয়েছিল, তার ওপর কী পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি) দিয়েছে, তার প্রমাণপত্র হাজির করতে হবে। এ জন্য আবগারি ও শুল্ক বিভাগ একটি তদন্ত কমিটিও গঠন করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে ওই বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘আমরা তিন সদস্যের তদন্ত দল গঠন করেছি, যারা ওই হোটেল পরিদর্শন করবে ও প্রাসঙ্গিক কাগজপত্র নিরীক্ষা করবে। যদি প্রয়োজন পড়ে ওই হোটেলের পুরোনো নথিও তলব করব। হোটেলটি আইন মেনে জিএসটি আরোপ করছে কি না, তা নিরীক্ষা করা জরুরি। এ-ও নিরীক্ষা করা হবে, যে পরিমাণ জিএসটি নেওয়া হচ্ছে, আইন অনুযায়ী তা সরকারকে পরিশোধ করা হচ্ছে কি না।’
সম্প্রতি ভারতের চণ্ডীগড়ের একটি পাঁচতারকা হোটেলে অভাবনীয় কাণ্ড ঘটে ‘চামেলি’ নায়ক রাহুল বোসের সঙ্গে। হোটেলের জিমে ব্যায়াম সেরে দুটো কলা অর্ডার দিয়েছিলেন রাহুল। হোটেলের কর্মীরা তাঁর ঘরেই পৌঁছে দিয়েছিল কলা দুটো। পরে বিল হাতে পেয়ে চোখ কপালে। দুটো কলার বিল ধরিয়ে দেওয়া হয় ৪৪২.৫০ রুপি।
হোটেল কর্তৃপক্ষ বলে, কলা দুটো বিশেষ ‘ফ্রুট প্ল্যাটার’-এর অন্তর্গত। বিলের মধ্যে ৬৭ রুপি জিএসটিও অন্তর্ভুক্ত করা হয়।
সেই অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে টুইটারে শেয়ার করেন ‘অন্তহীন’ অভিনেতা রাহুল বোস। মাইক্রো-ব্লগিং সাইটে ভিডিও বার্তা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘বিশ্বাস না হয়, দেখুন। কে বলেছে, ফল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?’ তাঁর বার্তার পর দুই কলা ভাইরাল হয়ে যায়!
রাহুলের টুইট :
You have to see this to believe it. Who said fruit wasn’t harmful to your existence? Ask the wonderful folks at @JWMarriottChd #goingbananas #howtogetfitandgobroke #potassiumforkings pic.twitter.com/SNJvecHvZB
— Rahul Bose (@RahulBose1) July 22, 2019
রাহুলের টুইট দেখে হেসেই আটখানা নেটিজেনরা। একজন তো বলেই ফেলেন, কলাগুলো বোধ হয় সোনার ছিল। একজনের মন্তব্য, যদি আপনার পাঁচতারকা হোটেলের ব্যয় বহনের সামর্থ্য না থাকে, তো গিয়েছেন কেন? অনেকে আবার ওই হোটেলের সমালোচনাও করেন। বলেন, হোটেলটি কাস্টমারের সঙ্গে প্রতারণা করছে।
যা হোক, এ ঘটনায় জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলের মুখপাত্র বলেছেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হবে।’
‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ‘চামেলি’, ‘দিল ধাড়াকনে দো’, ‘পূর্ণা’ ও ‘দ্য জাপানিজ ওয়াইফ’ সিনেমাগুলোর জন্য স্মরণীয় রাহুল বোস। এই অভিনেতাকে সর্বশেষ কমল হাসানের ‘বিশ্বরূপম টু’ ছবিতে দেখা গেছে।