হাজী দানেশে শোক, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে দুজনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে বলেও সিদ্ধান্ত নেন সভায় অংশগ্রহণকারীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুই ছাত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের এ সংঘর্ষে দুজন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। নিহত শিক্ষার্থীরা হলেন এগ্রিকালচার শেষ বর্ষের ছাত্র মাহামুদুল হাসান মিল্টন ও বিবিএর দ্বিতীয় বর্ষের ছাত্র মো. জাকারিয়া। মিল্টনের বাড়ি রংপুর জেলার কিশোরগঞ্জ গ্রামে, জাকারিয়ার বাড়ি দিনাজপুর শহরের বড়গুড়গোলা গ্রামে।
পুলিশ জানিয়েছে, ছাত্রলীগের সভাপতি রিয়েল ও সাধারণ সম্পাদক অরুণ কুমার রায়ের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল দখল করে। এ সময় বহিরাগত স্বেচ্ছাসেবক লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি আবু ইবনে রজ্জবের নেতৃত্বে ছাত্রলীগের অপর একটি দল লাঠিসোটা নিয়ে অরুণের দলের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।