রানা প্লাজার ধ্বংসস্তূপে ফের মিলল হাড়গোড়
ধসে পড়ার দুই বছর পূর্ণ হওয়ার আগেই সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করেছে পথশিশুরা। আজ সোমবার সকালে সেখানে পরিত্যক্ত রডের সন্ধান করার সময় এসবহাড়গোড় খুঁজে পায় তারা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া জানান, রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে হাড়গোড় উদ্ধারের খবর পেয়ে পুলিশ সেগুলো নিয়ে এসেছে। এগুলো এখন ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে।
এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে, একই বছরের মে, সেপ্টেম্বর ও নভেম্বর মাসেও রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে হাড়গোড় উদ্ধার করা হয়েছিল।
এদিকে, বিশ্ব কাঁপানো রানা প্লাজা ধসের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন তৈরি পোশাকশ্রমিকরা। সকালে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে রানা প্লাজার সামনেই এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ থেকে শ্রমিকরা অভিযোগ করে বলেন, আইনের ফাঁক গলে অনেকেই বের হয়ে গেছে। এমনকি জড়িতদের অনেকেই আইনের আওতায় আসেনি। যারাও এসেছে, তাদের অনেকে জামিন নিয়ে গা ঢাকা দিয়েছে। অবিলম্বে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তাঁরা। পাশাপাশি নিখোঁজ শ্রমিকদের স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান শ্রমিকরা।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডে নয়তলা রানা প্লাজা ধসে মারা যান এক হাজার ১৩৭ জন শ্রমিক। আহত হন আরো অনেকে।