রানা প্লাজা নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তহবিল নেই
রানা প্লাজা নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো তহবিল নেই। তাঁর কার্যালয়ে দুটি তহবিল আছে। একটি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল, অন্যটি প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার আজ বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
মহাপরিচালক জানান, বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করে থাকে। আর সেই সহায়তা থেকেই প্রধানমন্ত্রী দুর্যোগ ছাড়াও বিভিন্ন সময়ে মানবিক সহায়তা করে থাকেন।
কবির বিন আনোয়ার জানান, এ তহবিল থেকেই এ পর্যন্ত রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ২২ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৭২০ টাকা সহায়তা দেওয়া হয়েছে। তাই এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রানা প্লাজা তহবিলের নামে টিআইবি ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে যেসব বক্তব্য এসেছে, তা সঠিক নয় উল্লেখ করে কবির বিন আনোয়ার এ বিষয়ে কিছু জানার থাকলে তাঁদের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব এবং বিজিএমইএর সভাপতি উপস্থিত ছিলেন।