স্কয়ার ড্রাইভ
টি-টোয়েন্টিতেও জয় চাই
টি-টোয়েন্টিতে আমাদের একটা বদনাম আছে। এই ফরম্যাটে আমরা তেমন ভালো খেলতে পারি না। ওয়ানডে সিরিজের অবিস্মরণীয় সাফল্যের হাত ধরে সেই বদনাম ঘোচানোর দারুণ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে।
বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার যোগ দেওয়ায় পাকিস্তানের টি-টোয়েন্টি দল বেশ শক্তিশালী। এই দলকে হারানো সহজ নয়। তবে প্রতিটি বিভাগে ভালো খেলতে পারলে বাংলাদেশ জিতবে বলেই আমার বিশ্বাস।
তামিম ইকবাল ও সৌম্য সরকার দারুণ খেলছে বলে বাংলাদেশ দলের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন এসেছে। এটা আমাদের জন্য একটা ‘প্লাস পয়েন্ট’। এই দুজনই টি-টোয়েন্টির জন্য কার্যকর ব্যাটসম্যান। তামিম-সৌম্যর সৌজন্যে উদ্বোধনী জুটি নিয়ে আমাদের সমস্যার অবসান হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে।
তবে এখনো আমাদের টি-টোয়েন্টি দলটি অপরিণত। পরিণত হতে আরো কিছুদিন সময় লাগবে হয়তো।
বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য পাওয়া মাহমুদউল্লাহ ওয়ানডে সিরিজে ভালো করতে পারেনি। আমার মনে হয় তিন নম্বরে সে মানিয়ে নিতে পারছে না। মনে হচ্ছে তার জন্য চার নম্বরই ভালো জায়গা। টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ব্যাটিং পজিশন নিয়ে আলাদা করে ভাবা যেতে পারে।
একটা বিষয়ে অবশ্য খুব ভালো লাগছে। বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। মানসিকতায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে ওয়ানডে সিরিজে সাফল্য পেয়েছে। টি-টোয়েন্টিতেও সাফল্যের ধারাবাহিকতা দেখতে চাই।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।