সেফে যোগ দিতে কলম্বো গেছেন সিএসইর চেয়ারম্যান
সাউথ এশিয়ান ইনভেস্টমেন্ট কনফারেন্স (এসএআইসি) ও সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জেসের (সেফ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দিতে শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বো গেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. আবদুল মজিদ। আজ শনিবার সিএসেইর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কলম্বোতে আগামীকাল রোববার সেফের এজিএমে যোগ দেবেন ড. মজিদ। তিনি সেফের চেয়ারম্যান।
সেফ ও কলম্বো স্টক এক্সচেঞ্জ আয়োজিত সাউথ এশিয়ান ইনভেস্টমেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। এ কনফারেন্সের মূল উদ্দেশ্য দক্ষিণ এশিয়ার বাজারে বিনিয়োগ বাড়ানো। এ ছাড়া এবারের কনফারেন্সে দক্ষিণ এশিয়ার শেয়ারবাজারগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করা, ক্রসবর্ডার লিস্টিং এবং আঞ্চলিক নীতি ও মাপকাঠির সমন্বয় সাধন নিয়ে আলোচনা হবে।
কনফারেন্স শেষে ২৮ এপ্রিল চীনের ইউনান প্রদেশের ফিন্যানশিয়াল অ্যাফেয়ার্স অফিসের ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সিএসইর চেয়ারম্যানের সাথে বাংলাদেশে আসবেন। প্রতিনিধিদলটি বাংলাদেশের নীতিনির্ধারকদের সাথে আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ গঠন নিয়ে আলোচনা করতে আগ্রহী।