স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানেন না!
নারায়ণগঞ্জের সাত খুন মামলার অভিযোগপত্র দায়ের সম্পর্কে আজ রোববার পর্যন্ত অবহিত ছিলেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগপত্র তৈরি হয়ে গেছে এবং কয়েক দিনের মধ্যে তা আদালতে দাখিল করা হবে। সে সময় পাশে থাকা এক পুলিশ কর্মকর্তা মন্ত্রী মহোদয়কে অভিযোগপত্র যে দাখিল করা হয়ে গেছে তা মনে করিয়ে দিতে চাইলেও মন্ত্রী তা মনে করতে পারেননি।
এ বছরের ৮ এপ্রিলে পুলিশ ওই মামলায় ৩৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘সাত খুনের ঘটনা যেটা নিয়ে নারায়ণগঞ্জবাসী আলোড়িত ও আতঙ্কিত হয়েছিলেন। সেই হত্যা মামলায় চার্জশিট ফাইনাল স্টেজে, হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে এটা ফাইনাল হবে...’
(এ কথা বলার পর পর পাশ থেকে একজন পুলিশ কর্মকর্তা মন্ত্রীকে এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়ে গেছে বলে জানান। কিন্তু মন্ত্রী তখনো বিষয়টি ধরতে পারেননি।)
স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলেন, ‘(অভিযোগপত্র) এটা হয়ে গেছে। ৭-৮ তারিখের মধ্যে এটা ফাইনাল হয়ে যাচ্ছে। এটার একটা ভালো অগ্রগতি আছে।’ এ সময় মন্ত্রী এ মামলার তদন্তের ক্ষেত্রে জেলা পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন।