নূর হোসেনকে ফিরিয়ে আনতে উদ্যোগী সরকার
চাঞ্চল্যকর সাত খুন মামলার আসামি নূর হোসেনকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। নারায়ণগঞ্জ পুলিশ লাইনে রোববার দুপুরে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘নূর হোসেনকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের কিছু আইনি জটিলতা রয়েছে। সে জন্যই তারা এখনো তাকে হ্যান্ডওভার করতে পারছে না। আমরা আশা করি, যেকোনো সময়, যেকোনো দিন আমরা নূর হোসেনকে পেয়ে যাব এবং আপনারা সেটা জানতে পারবেন।’
উপস্থিত সাংবাদিকরা এ সময় নারায়ণগঞ্জের আরেক চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলার অভিযোগপত্রের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের দিকে নির্দেশ করে বলেন, ‘এই হত্যা মামলার আরো কিছু অ্যাভিডেন্সের (প্রমাণ) কথা মাননীয় সংসদ সদস্য জানিয়েছেন। এটা তদন্ত করে সবকিছুই জানানো হবে। আরো কিছু অ্যাভিডেন্স, আরো কিছু সাক্ষ্য-প্রমাণ প্রয়োজন, সেটা হলেই একটি চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে।’
urgentPhoto
এর আগে সুধী সমাবেশের বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রসঙ্গে বলেন, খালেদা জিয়া সেখানে ২০-৩০টি গাড়ি নিয়ে প্রচারে গেলেন। পেট্রলবোমায় আগুনে মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস হয়েছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই কারণে মানুষের মধ্যে ক্ষোভ থাকতেই পারে।
সেখানে খালেদা জিয়াকে কালো পতাকা দেখানোর সময় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্য আওয়ামী লীগের একজনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই ঘটনার পর কিছু লোক উত্তেজিত হয়ে ক্ষোভ থেকেই হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুলিশ প্রশাসনকে না জানিয়েই রাস্তায় বের হন। তিনি কখন, কোথায় যাবেন তা কিছুই পুলিশকে অবহিত করেননি। অবরোধ-হরতালে ক্ষতিগ্রস্ত বিক্ষুব্ধ লোকজন তাঁর গাড়িবহরে হামলা করে থাকতে পারে।’
আসাদুজ্জামান খাঁন আরো বলেন, ‘প্রধানমন্ত্রী পুলিশকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এখন দেশে প্রতি এক হাজার ১০০ মানুষের জন্য একজন পুলিশ সদস্য রয়েছেন। পুলিশ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে চলেছে।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নারায়ণগঞ্জ মেট্রোপলিটন পুলিশ গঠন করা হবে। গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মেট্রোপলিটন পুলিশের গঠন প্রায় চূড়ান্ত।
সমাবেশের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জেলার সাত থানার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের কার্যক্রম সূচনা করেন। তারও আগে তিনি ফতুল্লা মডেল থানার নবনির্মিত নতুন ভবন উদ্বোধন করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন। বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক, ঢাকা রেঞ্জের উপ-মহাপরির্দশক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়া প্রমুখ।