বাঘাইছড়িতে প্রবীণ ভিক্ষুকে হত্যার অভিযোগ
রাঙামাটির বাঘাইছড়িতে এক তরুণ বৌদ্ধভিক্ষুর বিরুদ্ধে প্রবীণ বৌদ্ধভিক্ষুকে খুন করার অভিযোগ উঠেছে। নিহত ভিক্ষুর নাম জ্ঞানজ্যোতি চাকমা (৭০)। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার করেঙ্গ্যাতলি বি-ব্লক শ্রাবন্তী বৌদ্ধবিহারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে একই বিহারের তরুণ ভিক্ষু রাজীব চাকমা অজ্ঞাত কারণে অস্ত্র দিয়ে প্রবীণ ভিক্ষু জ্ঞানজ্যোতি চাকমাকে গুরুতর আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঠিক কী কারণে তিনি এই প্রবীণ ভিক্ষুকে হত্যা করেছেন, তা জানাতে পারেননি কেউই। ঘটনার পর ভিক্ষু রাজীব চাকমা পালিয়ে গেছেন।
স্থানীয় এলাকাবাসীর একটি সূত্র দাবি করছে, হত্যাকারী পলাতক ভিক্ষু রাজীব চাকমা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজীব পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্ত করতে চাইছে না পরিবারের লোকজন বলেও জানান।