নূর হোসেনের ফাঁসির দাবি
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন ঘটনার এক বছর পার হলো সোমবার। বছর পার হওয়ার এই দিনে মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলানোর দাবিতে জেলায় মানববন্ধন পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় নিহতদের পরিবার,এলাকাবাসী ও জেলার আইনজীবীরা শোকাবহ এ দিনে বিভিন্ন কর্মসূচি পালন করে। হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মৌচাক এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও নিহতদের স্বজনরা।
মানববন্ধনের বক্তারা অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া এজাহারভুক্ত পাঁচ আসামিকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এ ছাড়া নিহতদের পরিবারে মিলাদ ও দোয়া পাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নিজস্ব কার্যালয়ে নিহতদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান মাসুম,সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যরা। আগামী ৩০ এপ্রিল লাশ উদ্ধারের তারিখ উপলক্ষে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি এবং এক ঘণ্টা মানববন্ধন পালনের কর্মসূচিও ঘোষণা করেন আইনজীবীরা।
গত বছর ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, গাড়িচালক তাজুল,ইব্রাহীম, জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম লিটন, মনিরুজ্জামান স্বপন এই সাতজনকে অপহরণ করা হয়।
এরপর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং পরের দিন আরো একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়। পরবর্তীতে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় চলতি বছরের ৮ এপ্রিল পুলিশ ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।