চট্টগ্রামে কেন্দ্র দখলের অভিযোগ খসরুর
নাগরিক কমিটির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে চট্টগ্রামে বিভিন্ন কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর আ জ ম নাছির উদ্দিন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
সাবেক মেয়র মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নাগরিক কমিটির প্রার্থীর সমর্থকরা বিভিন্ন কেন্দ্র দখল করে মনজুর আলমের পক্ষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছে। নানা রকমের হুমকি দিচ্ছে।’
এ অভিযোগ প্রত্যাখ্যান করে নাছির উদ্দিন বলেন, ‘শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হচ্ছে না।’ এ নির্বাচনে তিনিই জয়ী হবেন। জয়টা সময়ের ব্যাপার মাত্র।
এ সময় তিনি সাংবাদিকদের কাছে সাবেক মেয়র মনজুর আলমের নানা ধরনের ব্যর্থতার কথা আবারো তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, মেয়রের দায়িত্ব পালনকালে মনজুর আলম নিয়মিত অফিস করতেন না। তিনি সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১৪টি সংরক্ষিত ওয়ার্ড ও ৪১টি সাধারণ ওয়ার্ডে মেয়র পদে ১২ জন, সংরক্ষিত কাউন্সিলর ৬২ ও সাধারণ কাউন্সিলর পদে ২১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে নারী ভোটার আট লাখ ৭৬ হাজার ৩৯৬ জন এবং পুরুষ ভোটার নয় লাখ ৩৭ হাজার ৫৩ জন।