ঢাকা দক্ষিণে ৫৭টি ওয়ার্ডের মধ্যে ৩৭টিতে জয়ী আ.লীগ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭টি ওয়ার্ডের মধ্যে ৫৪টির ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা ৩৭টি ওয়ার্ডে জয়ী হয়েছেন। এ ছাড়া এগিয়ে আছেন দুটি ওয়ার্ডে।
অন্যদিকে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীরা ১৪টি ওয়ার্ডে জয়ী হয়েছেন। এগিয়ে আছেন একটিতে। আর বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা জয়ী হয়েছেন মোট তিনটি ওয়ার্ডে।
সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত জয়ী প্রার্থীরা হলেন—১ নম্বর ওয়ার্ডে ওয়াহিদুল হাসান মিল্টন, ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আনিসুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে মো. মাকসুদ হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে মো. আসরাফুজ্জামান ফরিদ, ৬ নম্বর ওয়ার্ডে মো. সিরাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে আবদুল বাসিত খান, ৯ নম্বর ওয়ার্ডে এ কে এম মমিনুল হক সাঈদ, ১০ নম্বর ওয়ার্ডে মারুফ আহমেদ মনসুর, ১১ নম্বর ওয়ার্ডে হামিদুল হক, ১২ নম্বর ওয়ার্ডে গোলাম আশরাফ তালুকদার, ১৩ নম্বর ওয়ার্ডে মোস্তফা জামান পপি, ১৪ নম্বর ওয়ার্ডে মো. সেলিম, ১৫ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন স্বপন, ১৬ নম্বর ওয়ার্ডে মো. হোসেন হায়দার, ১৭ নম্বর ওয়ার্ডে সালাউদ্দিন আহমেদ ঢালী, ১৮ নম্বর ওয়ার্ডে জসীম উদ্দিন আহমেদ, ১৯ নম্বর ওয়ার্ডে মুন্সী কামরুজ্জামান, ২০ নম্বর ওয়ার্ডে ফরিদ উদ্দিন আহমেদ রতন, ২১ নম্বর ওয়ার্ডে এম এ হামিদ খান, ২৩ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির, ২৪ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেন, ২৫ নম্বর ওয়ার্ডে হাজি মো. দেলোয়ার হোসেন, ২৭ নম্বর ওয়ার্ডে ওমর-বিন-আব্দাল আজিজ, ২৯ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম বাবুল, ৩০ নম্বর ওয়ার্ডে মো. হাসান মাহমুদ, ৩৬ নম্বর ওয়ার্ডে রঞ্জন বিশ্বাস, ৩৭ নম্বর ওয়ার্ডে মো. আবদুর রহমান মিয়াজী, ৩৮ নম্বর ওয়ার্ডে আবু আহমেদ মন্নাফী, ৩৯ নম্বর ওয়ার্ডে ময়নুল হক, ৪১ নম্বর ওয়ার্ডে সারোয়ার হাসান, ৪৭ নম্বর ওয়ার্ডে নাসির আহম্মদ ভূঁইয়া, ৪৮ নম্বর ওয়ার্ডে মো. আবুল কালাম, ৫১ নম্বর ওয়ার্ডে কাজী হাবিবুর রহমান হাবু, ৫২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ নাছিম মিয়া, ৫৫ নম্বর ওয়ার্ডে মো. নূরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ হোসেন ও ৫৭ নম্বর ওয়ার্ডে মো. সাইদুল ইসলাম।
বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন—৪০ নম্বর ওয়ার্ডে মকবুল ইসলাম খান টিপু, ৪৪ নম্বর ওয়ার্ডে মো. আবদুস সাহেদ মন্টু ও ৪৫ নম্বর ওয়ার্ডে আবদুল কাদির।
এ ছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন—৪ নম্বর ওয়ার্ডে মো. গোলাম হোসেন, ২২ নম্বর ওয়ার্ডে তারিকুল ইসলাম সজীব, ২৬ নম্বর ওয়ার্ডে আলহাজ হাসিবুর রহমান, ২৮ নম্বর ওয়ার্ডে আনোয়ার পারভেজ বাদল, ৩১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম রাসেল, ৩২ নম্বর ওয়ার্ডে মো. বিল্লাল শাহ, ৩৩ নম্বর ওয়ার্ডে মো. আউয়াল হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ডে হাজি মো. আবু সাঈদ, ৪২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সেলিম, ৪৩ নম্বর ওয়ার্ডে মো. আরিফ হোসেন, ৪৬ নম্বর ওয়ার্ডে মো. শহিদ উল্লাহ, ৪৯ নম্বর ওয়ার্ডে বাদল সরদার, ৫০ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন খান ও ৫৪ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ।
নির্বাচন কমিশনের কার্যালয় থেকে পাওয়া পরিসংখ্যানে ৮, ৩৪ ও ৫৩ নম্বর ওয়ার্ডে কোনো জয়ী প্রার্থীর নাম পাওয়া যায়নি। তবে ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. সুলতান মিয়া, ৩৪ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মীর সমীর, ৫৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ নূর হোসেন নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে আছেন। তিনটি ওয়ার্ডেই একটি করে কেন্দ্রে ফল স্থগিত রাখা হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ তিন সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন।