তিন সিটি নির্বাচনের গেজেট প্রকাশ
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার রাত ৯টায় গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, মুদ্রণের জন্য গেজেট বিজি প্রেসে পাঠানো হয়েছে।
সচিব আরো বলেন, সহিংসতার কারণে বন্ধ হওয়া ঢাকা দক্ষিণের তিন ওয়ার্ডের (৮, ৩৪ ও ৫৩) তিন কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ কারণে ওই তিন ওয়ার্ডের গেজেট প্রকাশিত হচ্ছে না।
ইসির সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান বলেন, বিজি প্রেসে নির্বাচিতদের গেজেট প্রকাশের কাজ চলছে। বৃহস্পতিবার রাতেই তা হাতে পাওয়া যাবে। তিনি আরো বলেন, বন্ধ হওয়া তিনটি ওয়ার্ডের কাউন্সিলর পদ ছাড়া মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭৯ নির্বাচিত প্রার্থীর গেজেট প্রকাশ করা হয়েছে।
গত মঙ্গলবারের নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আনিসুল হক। এ ছাড়া ৩৬ সাধারণ কাউন্সিলর ও ১২ সংরক্ষিত কাউন্সিলর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
দক্ষিণে মেয়র হিসেবে সাঈদ খোকন, ৫৪ সাধারণ কাউন্সিলর এবং চট্টগ্রামে মেয়র পদে আ জ ম নাছিরসহ ৪১ সাধারণ কাউন্সিলর ও ১৪ সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাঁদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হচ্ছে।
আইন অনুযায়ী গেজেট প্রকাশের এক মাসের মধ্যে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ বাধ্যতামূলক। অন্যথায় তাঁদের পদ আবারও শূন্য হয়ে যাবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদারকিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত মেয়ররা।
ইসি সূত্রে জানা যায়, গেজেট প্রকাশের বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়।