তামিম-ইমরুলের প্রশংসায় মাশরাফি
‘খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে তামিম আর ইমরুল যেভাবে ব্যাট করেছে, দেখে মনে হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মতো খেলছে তারা। যেন ম্যাথু হেইডেন আর জাস্টিন ল্যাঙ্গার ব্যাট করছে। তাঁরা অনেক বড়-বড় জুটি গড়তেন। ঠিক তাঁদের মতোই খেলেছে আমাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান।’—শনিবার রাজধানীর একটি হোটেলে এভাবেই তামিম ইকবাল ও ইমরুল কায়েসের প্রশংসায় মেতে উঠলেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।urgentPhoto
অনলাইন শপিং মল আজকের ডিল ডট কমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মাশরাফি। প্রতিষ্ঠানটির একটি অনুষ্ঠানে তামিম-ইমরুলের প্রশংসা করে মাশরাফি বলেছেন, ‘তামিম-ইমরুল পাকিস্তানের বোলারদের ওপর একেবারে চড়াও হয়ে খেলেছে। সে জন্য তাদের খুব বেশি কষ্টও করতে হয়নি। একজন দর্শক হিসেবে আমি বলব, তারা দুজনেই অসাধারণ খেলেছে। একেবারে পেশাদার ক্রিকেটারের মতো খেলেছে তারা।’
খুলনা টেস্টে বাংলাদেশকে এত ভালো খেলতে দেখে মাশরাফি অবশ্য বেশ অবাক, ‘বাংলাদেশ যে এত দ্রুত এতটা উন্নতি করবে তা ভাবতেই পারিনি। ভেবেছিলাম সামনের কয়েকটি সিরিজে ধীরে ধীরে আমাদের উন্নতিটা চোখে পড়বে। এই অর্জন অবশ্যই আমাদের জন্য অনুপ্রেরণার। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের। তাহলেই আরো এগিয়ে যেতে পারব।’