জাপায় ধস নেমেছে : জি এম কাদের
তিন সিটি করপোরেশন নির্বাচনের ফলই বলছে, ব্যাপক ধস নেমেছে জাতীয় পার্টির (জাপা) রাজনীতিতে। এই মত পার্টির জ্যেষ্ঠ সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরের। তাঁর দাবি, এর কারণ হচ্ছে, জাতীয় পার্টির রাজনীতি এখন নিয়ন্ত্রিত, কোনো ইস্যুতেই পার্টির ভূমিকা স্পষ্ট নয়।
সম্প্রতি শেষ হওয়া সিটি করপোরেশন নির্বাচনের তিনটিতেই জাতীয় পার্টি সমর্থিত মেয়র পদপ্রার্থীরা জামানত হারিয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে জাপার মেয়র পদপ্রার্থী পেয়েছেন দুই হাজার ৯৫০ ভোট, দক্ষিণের মেয়র পদপ্রার্থী পেয়েছেন চার হাজার ৫১৯ ভোট এবং চট্টগ্রামের মেয়র পদপ্রার্থী পেয়েছেন ছয় হাজার ১৩১ ভোট। অধিকাংশ কাউন্সিলর প্রার্থীরও বরণ করতে হয়েছে একই ভাগ্য।
urgentPhoto
জি এম কাদের দলের সমালোচনা করে বলেন, ‘দলটি স্বাভাবিক রাজনীতি করতে পারছে বলে আমার মনে হয় না। যে কোনোভাবেই হোক, একটা নিয়ন্ত্রণের মধ্যে রাজনীতি চলছে। নিয়ন্ত্রিত অবস্থার কারণেই হয়তো, অনেক বিষয়ে যেটা স্বাভাবিকত্ব, সেটা স্বাভাবিকভাবে আসছে না। অল্প কিছু লোক, তাদের হয়তো ব্যক্তিগত সুযোগ-সুবিধা হচ্ছে, পাচ্ছে। এসব কাজকর্মের কারণে জাতীয় পার্টির ক্ষতি হচ্ছে, নির্বাচনের ফলাফল বা মাঠপর্যায়ের পপুলারিটিতে ধস নেমেছে।’
তাহলে কোন ভূমিকায় রয়েছে জাতীয় পার্টি? জি এম কাদেরের মতে, সেটিও স্পষ্ট নয়। জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করা দলটির এ নেতা বলেন, ‘জাতীয় পার্টির নিজস্ব কোনো রাজনীতি নেই। রাজনৈতিক দলের সত্তা হলো তার নিজস্ব একটা নীতি, যা দেখে জনগণ তার কাছে আসবে। এই সমস্যাটা কিন্তু সৃষ্টি করেছে গুটিকয়েক মানুষ। তাদের কর্মকাণ্ডের ফলে জাতীয় পার্টিতে যে একটি রাহুগ্রাস হয়েছে বলে মনে হচ্ছে, সেটি রাহুমুক্ত করা দরকার।
তিন সিটি নির্বাচনে ফল বিপর্যয় নিয়ে এখন পর্যন্ত দলের চেয়ারম্যান কিংবা মহাসচিব কোনো পর্যায়েই, টেলিফোনে যোগাযোগ করে কোনো মন্তব্য পাওয়া যায়নি।