স্থলসীমান্ত চুক্তি অনুমোদন ভারতের মন্ত্রিসভায়
বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বিল অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
জিনিউজ জানিয়েছে, স্থলসীমান্ত চুক্তির অধীনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ১৬১টি ছিটমহল বিনিময় হবে। এখন সংবিধান সংশোধনের মাধ্যমে পার্লামেন্টে সীমান্ত চুক্তি বিলটি পাস হতে হবে।
২০১৩ সালে চুক্তিটি রাজ্যসভায় উত্থাপন করা হয়। পরে এটি কংগ্রেস নেতা শশী থারুরকে প্রধান করে একটি নির্বাচিত কমিটির কাছে পাঠানো হয়। ওই কমিটি চুক্তিটি বাস্তবায়নের পরামর্শ দেয়।
এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়ন করতে হবে।’