স্কয়ার ড্রাইভ
এবার জয় চাই
ভাবতেই পারিনি খুলনায় বাংলাদেশ এত ভালো খেলবে। প্রথম ইনিংসে প্রায় ৩০০ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয়। মিরপুর টেস্টেও ব্যাটসম্যানদের কাছ থেকে এমন দৃঢ়তা চাই। পাঁচ দিনে ১৫টি সেশন আমরা যদি হিসেব করে খেলতে পারি তাহলে শুধু ড্র নয়, জয় পাওয়াও সম্ভব। ক্রিকেটারদের কাছে এবার আমার চাওয়া জয় ছিনিয়ে আনা।
মিরপুরের উইকেটে কিছুটা ঘাস আছে। এ ধরনের উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। তাই বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করলে সতর্কতার সঙ্গে খেলতে হবে। নতুন বলে শুরুটা ভালো করতে পারলে প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করানো সম্ভব।
পাকিস্তান আগে ব্যাট করলে কোনোভাবেই ৩০০-এর বেশি রান করতে দেওয়া যাবে না। তাই আমাদের বোলারদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। প্রথম টেস্টে বোলাররা তেমন ভালো করতে পারেনি। মিরপুরে তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি।
তবে আমাদের অতি আত্মবিশ্বাসী হলে চলবে না। ভেবে-চিন্তে খেলতে হবে। কারণ শেষ ম্যাচে পাকিস্তান মরণ কামড় দিতে চাইবে। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।
খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা লম্বা ইনিংস খেলেছে। মিরপুরেও তাদের কাছ থেকে তেমন ব্যাটিংই প্রত্যাশা আমার।
আশা করি জয় আমরাই পাব। তবে জিততে হলে দলের প্রত্যেককে সামর্থ্যের সেরাটা উজাড় করে দিতে হবে। তাহলেই সাফল্য ধরা দেবে।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।