রাজ্যসভায় উঠল স্থলসীমান্ত চুক্তি
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য এবার ভারতের রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল পাসের জন্য উত্থাপন করা হয়েছে। আজ বুধবার বিলটি উত্থাপনের পর আলোচনা শুরু হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি পাসের জন্য রাজ্যসভায় উত্থাপন করেন। এর আগে গতকাল মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ চুক্তিটি অনুমোদন দেওয়া হয়।
স্থলসীমান্ত চুক্তির অধীনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ১৬১টি ছিটমহল বিনিময় হবে। এর আগে ২০১৩ সালে চুক্তিটি রাজ্যসভায় উত্থাপন করা হয়। পরে এটি কংগ্রেস নেতা শশী থারুরকে প্রধান করে একটি নির্বাচিত কমিটির কাছে পাঠানো হয়। ওই কমিটি চুক্তিটি বাস্তবায়নের পরামর্শ দেয়।
এ ব্যাপারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়ন করতে হবে।’