গেলেন ঘোড়ার গাড়িতে, নিলেন মেয়রের দায়িত্ব
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র সাঈদ খোকন দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে ঘোড়ার গাড়িতে চড়ে বিপুল নেতা-কর্মী ও সমর্থককে নিয়ে নগরভবনে যান তিনি।
এ সময় সমর্থকরা ফুল ছিটিয়ে খোকনকে অভিবাদন জানায়। এরপর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দায়িত্ব নেওয়ার পর পরই ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য খোকন নগরবাসীর সহায়তা চান। নগর ভবন মিলনায়তনে নির্বাচিত কাউন্সিলরদের সাথেও মত বিনিময় করেন সাঈদ খোকন। এ সময় তিনি জানান, বিরোধী দলের মতামতকে সম্মান করবেন তিনি। সেই সঙ্গে সব দলের ঐক্যবদ্ধ মতের ভিত্তিতে নতুন এক বাসযোগ্য নগরী গড়তে বদ্ধপরিকর বলেও জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র।
এরপর আজ সিটি করপোরেশনের মেয়র হিসেবে প্রথম দিনের মতো অফিস করেন খোকন।
এর আগে গতকাল বুধবার ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৮ এপ্রিল নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র হিসেবে বিজয়ী হন সাবেক মেয়ক মোহাম্মদ হানিফের ছেলে ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।