শাহাদাতের অস্ত্রোপচার প্রয়োজন
মিরপুর টেস্টের শুরুতেই শাহাদাত হোসেনকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ডান হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া এই পেসার দ্বিতীয় টেস্টে আর খেলতে পারবেন না। এমনকি কয়েক মাস মাঠের বাইরেও থাকতে হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও ডাক্তার দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, শাহাদাতের হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে।
বুধবার মিরপুর টেস্টের প্রথম দিনে পাকিস্তানের প্রথম ইনিংসের দ্বিতীয় বল করার পর পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান শাহাদাত। দুটি ব্যথানাশক ইনজেকশন নিয়ে, হাঁটুতে টেপ লাগিয়ে মাঠে ফিরে একটি ক্যাচও নিয়েছিলেন। তখন মনে হয়েছিল আবার বল করতে পারবেন।
কিন্তু মধ্যাহ্ন-বিরতির সময় বোলিং অনুশীলন করতে গিয়ে আবার বিপত্তি। চারটি বল ভালোভাবে করলেও পঞ্চমটি করতে গিয়ে আবার মাটিতে পড়ে যান শাহাদাত। স্ট্রেচারে শুয়ে মাঠ থেকে ফেরার পর বিসিবির চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন কিছুক্ষণ। এরপর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতাল থেকে দুঃসংবাদ নিয়ে ফিরেছেন এই দীর্ঘদেহী পেসার। এমআরআই রিপোর্ট জানিয়েছে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার দুঃখজনক খবর।
বৃহস্পতিবার দুঃসংবাদটা দিয়ে দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘এমআরআই রিপোর্টে দেখা গেছে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে শাহাদাতের। তাই তাকে অস্ত্রোপচার করাতে হবে। সেটা অস্ট্রেলিয়া বা ভারতে হতে পারে। কোথায় পাঠানো হবে সেই সিদ্ধান্ত বিসিবিই নেবে।’