দুই নেত্রী বসলে হানাহানি অর্ধেক কমে যাবে : কাদের সিদ্দিকী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসিমুখে পাশাপাশি বসলে দেশের হানাহানি ও অশান্তি অর্ধেকটা দূর হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম। গতকাল বুধবার রাতে টাঙ্গাইল শহীদ মিনারে দলের অবস্থান কর্মসূচির শততম দিনে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, এ অবস্থান কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করা। গত ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সমালোচনা করে তিনি বলেন, ভোটবিহীন নির্বাচনকে সংসদ বলা যায় না।
অবস্থান কর্মসূচিতে কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এ এইচ এম আবদুল হাইয়ের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নেতা ইকবাল সিদ্দিকীসহ অন্যরা বক্তব্য দেন।