ফোনে প্রধানমন্ত্রীকে বিল পাসের খবর দিলেন মোদি
বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি অনুমোদনের জন্য ভারতীয় সংবিধান সংশোধন বিল লোকসভায় সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ বৃহস্পতিবার বিকেলে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান মোদি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মোদি টুইট করেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা হলো। তাঁর মাধ্যমে বাংলাদেশের জনগণকে এই মাইলফলক উপলক্ষে অভিনন্দন জানাই।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই বিলটি পাসে সম্মতি দেওয়ার জন্য নরেন্দ্র মোদি সংসদে বিরোধী দল জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকেও ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভারতীয় লোকসভায় সংসদ সদস্যরা সংবিধান সংশোধন বিল পাসে সম্মতি দেন। এর আগে গতকাল বুধবার ভারতের রাজ্যসভায়ও বিলটি সর্বসম্মতিতে পাস হয়।
চুক্তিটি বাস্তবায়িত হলে বাংলাদেশ পাবে ১১১টি ছিটমহলের ১৭ হাজার ২৫৮ একর জমি এবং ভারত পাবে ৫১টি ছিট মহলের সাত হাজার ১১০ একর জমি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এর মধ্য দিয়ে চূড়ান্ত সমাধান হতে যাচ্ছে দুই প্রতিবেশী দেশের দীর্ঘ চার দশকের অমীমাংসিত সীমান্ত সমস্যা। পাল্টে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মানচিত্র। শিগগিরই চূড়ান্ত ছিটমহলবিনিময় কার্যক্রম বাস্তবায়ন শুরু করবে দুই দেশ।