স্কয়ার ড্রাইভ
আবার প্রমাণিত টেস্টে আমরা অনভিজ্ঞ
খুলনায় ড্রয়ের পর ভেবেছিলাম মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ আরো ভালো করবে। কিন্তু দলের পারফরম্যান্স যে এত খারাপ হবে তা ভাবতেই পারিনি। ব্যাটসম্যানরা দায়িত্বহীন ব্যাটিং করেছে, বোলাররাও ভালো করতে পারেনি। টেস্ট ক্রিকেটে যে আমরা এখনো অনভিজ্ঞ, তা আরেকবার প্রমাণ হলো।
প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আমাদের বোলারদের নেই বলেই মনে হয়। পেস বোলিংয়ে দুর্বলতা তো অনেক দিন ধরেই। স্পিনাররাও ভালো বল করতে পারছে না। উইকেট পেলেও অনেক রান খরচ করে সাফল্য পাচ্ছে তারা। যে কারণে এই সাফল্য তেমন কাজেও আসছে না। মিরপুর টেস্টে একটা সেশনেও আমরা ভালো বল করতে পারিনি। পাকিস্তানের ব্যাটসম্যানদের ওপর প্রভাব বিস্তার করতে পারিনি।
সিনিয়র ব্যাটসম্যানদের দায়িত্বহীনতার কথাও বলব। বিশেষ করে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে উইকেট বিলিয়ে দেওয়া শট খেলতে দেখে খুব অবাক হয়েছি। একজন সিনিয়র খেলোয়াড় এমন করে আউট হলে জুনিয়ররা তাদের কাছ থেকে কী শিখবে?
তবে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভুল ছিল না। খুলনায় তো আমরা দ্বিতীয় ইনিংসে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম।
আসলে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলার সামর্থ্য আমাদের নেই। এখন সময় এসেছে ঘরোয়া ‘লঙ্গার ভার্সন’ ক্রিকেটকে আরো শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার। তাহলেই আমরা টেস্টে আরো ভালো করতে পারব। কারণ ক্রিকেটের মূলমন্ত্র হচ্ছে টেস্ট। টেস্টে যতদিন না ভালো করতে পারব, ততদিন আমাদের ক্রিকেটের ভিতও মজবুত হবে না।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।