শিক্ষার্থীদের নকলের দিকে ঠেলে দিচ্ছেন কিছু শিক্ষক : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কিছু কিছু শিক্ষক ছাত্রছাত্রীদের নকলের দিকে ঠেলে দিচ্ছেন। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র যাওয়ার সাথে সাথে প্যাকেট খুলে প্রথম প্রশ্নটাই তারা বাইরে পাঠিয়ে দেন। উত্তর তৈরি করে তা পরীক্ষার্থীদের দেওয়া হয়।
আজ রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি আরো বলেন, ওই ধরনের শিক্ষকদের বিষয়ে অনুসন্ধান চলছে। তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এরই মধ্যেই কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। যাঁরা এ ধরনের কাজ করেছেন, তাঁদের কেউই রেহাই পাবেন না।
বৈঠক ১১টায় শুরু হয়। শেষ হয় পৌনে ২টার দিকে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান, শিক্ষা অধিপ্তরের মহাপরিচালকসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।
বৈঠকে উত্থাপিত কিছু পরিকল্পনার কথা সাংবাদিকদের জানান শিক্ষামন্ত্রী। ওই বিষয়গুলো হলো :
১. হরতাল-অবরোধসহ রাজনৈতিক সহিংসতায় ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন রুটিন তৈরি করা।
২. গ্রীষ্মের ছুটি সাতদিন কমানোর পরিকল্পনা।
৩. বৃহস্পতিবার ক্লাস অর্ধদিবসের পরিবর্তে পূর্ণদিবস করা হবে।
৪. শুক্রবার ও শনিবার ছুটির দিনে ক্লাস নেওয়া।
৫. প্রতিদিন ক্লাসের পর অতিরিক্ত ক্লাস নেওয়া।
এসব সিদ্ধান্ত প্রসঙ্গে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষকরা আন্তরিক হবেন। তালেই শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হবে।’