ইসলামী ইনস্যুরেন্সের ১৫% লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামী ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ রোবরবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৩ জুন সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে আইডিইবিতে মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ সংশ্লিষ্ট রেকর্ড ডেট ১৯ মে।
এই হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৪ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৩ টাকা ৯৬ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন ছিল দাম ছিল ১৩ টাকা ১০ পায়সা ও সর্বোচ্চ ১৬ টাকা ৫০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১০ দশমিক ৬৮।
কোম্পানিটির অনুমোদিত মূলধনের পরিমাণ ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৫ কোটি ৫০ লাখ টাকা।