যৌনহেনস্থার বিচার দাবিকারীদের লাঠিপেটা করল পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে যৌনহেনস্থাকারীদের শাস্তির দাবিতে ছাত্রইউনিয়নের ডাকা কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১টার দিকে রাজধানীর কাকরাইল-মগবাজার সড়কের সার্কিট হাউস মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা জানান, যৌনহেনস্থার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আজ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল ডিএমপি কার্যালয় ঘেরাও। সে অনুযায়ী তাঁরা কাকরাইল-মগবাজার সড়কের সার্কিট হাউস মসজিদের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে এবং জলকামান দিয়ে হামলা চালায়।
urgentPhoto
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিতে বললেও তাঁরা জানায়, যতক্ষণ পর্যন্ত পুলিশ কমিশনার নিজে এসে দোষীদের গ্রেপ্তারের বিষয়ে তাঁদের আশ্বস্ত না করবেন, ততক্ষণ তাঁরা রাস্তা ছাড়বেন না। এর পরই পুলিশ অবস্থানকারীদের ওপর লাঠিচার্জ করে এবং জলকামান নিক্ষেপ করে। এসময় তিন ছাত্র ইউনিয়নকর্মীকে আটক করে পুলিশ। এই ঘটনায় সাত ছাত্র ইউনিয়নকর্মী আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার সময় রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যান ও জনসাধারণের চলাচলে বিঘ্ন হওয়ায় তারা অবস্থানকারীদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন।