হামলার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে ধর্মঘট ডাকল ছাত্র ইউনিয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে যৌন হেনস্তাকারীদের শাস্তির দাবিতে ডাকা কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আগামী মঙ্গলবার (১২ মে) দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন।
আজ রোববার দুপুর ১টার দিকে পূর্বঘোষিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাও কর্মসূচির সময় রাজধানীর কাকরাইল-মগবাজার সড়কের সার্কিট হাউস মসজিদের সামনে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় পুলিশ। এ সময় ছাত্র ইউনিয়নের তিন কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় বেশ কিছু কর্মী আহত হয়েছেন।
পরে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার প্রতিবাদে ছাত্র ধর্মঘটের ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক। এ সময় পুলিশি হামলার তীব্র নিন্দা ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানানো হয়।
ঘটনার বর্ণনা দিয়ে হাসান তারেক দাবি করেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আমাদের কর্মসূচি পালনের জন্য ডিএমপি কার্যালয়ের দিকে যাচ্ছিলাম। প্রথমে ক্যাম্পাস থেকে বের হলে দোয়েল চত্বর এলাকায়, পরে মৎস্য ভবন এলাকায় এবং সবশেষ কাকরাইল মোড়ে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শান্তিপূর্ণ মিছিলে আমাদের ওপর লাঠিচার্জ করে।’
এ সময় সংগঠনের ঢাবি শাখার সভাপতি লিটন নন্দীসহ ৩০ জন আহত হন বলে জানান ছাত্র ইউনিয়ন সভাপতি।